Redmi 15 5G (Snapdragon) চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল

Redmi 15 5G

রেডমি ব্র্যান্ডের নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে মার্কেটে লঞ্চ করেছে Redmi 15 5G। ভারতে (Xiaomi) ব্র্যান্ডের এই ফোনটি লঞ্চ করা হবে আগামী ১৯ আগস্ট। এই ফোনটিতে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ লেভেল নতুন নতুন ফিচারগুলো। তাই বাজারে লঞ্চ হওয়ার সাথে এই ফোনটি অনেক আগ্রহ নিয়ে কিনবে কাস্টমাররা এমনটাই বলে আসছেন কোম্পানির নির্মাতারা।

Redmi 15 5G ফিচার

রেডমি ব্র্যান্ডের নাম্বার সিরিজের Redmi 15 5G ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত থাকবে, আর ব্যাটারীতে থাকবে 7000mAh ব্যাটারি, চিপসেট থাকবে Snapdragon 6s Gen 3 আরো অন্যান্য নতুন ফিচার যোগ করা থাকবে। চলুন তাহলে দেখে নেয়া যাক আজকের ফোনটির দাম এবং ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

রেডমি ব্র্যান্ডের নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন গ্লোবাল মার্কেটে Redmi 15 5G ফোনটি ‌র‍্যাম যুক্ত করা হয়েছে 8GB RAM এবং স্টোরেজ 256GB। Redmi 15 5G ফোনটি অর্থাৎRedmi 15 5G ফোনটি বাজেটের মধ্য দামে পেশ করা হয়েছে।

Redmi 15 5G ফোনটি ভারতে দাম 15,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই ফোনটি Ripple Green, Titan Gray এবং Midnight Black কালার অপশনে মার্কেটে এভেলেবেল সেল করা হবে। রেডমি ব্র্যান্ডের (Xiaomi) কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ভারতে আগামী ১৯ ফোনটি মার্কেটে পাওয়া যাবে।

Redmi 15 5G ফোনটিতে রয়েছে মেটাল ফিনিশ সহ স্লিক ডিজাইন, যা দেখতে কাস্টমারদের অনেক মন জড়িয়ে যাবে। Redmi 15 5G ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে রেটিং দেওয়া হয়েছে IP64। Redmi 15 5G সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Redmi 15 5G ফোনটিতে রয়েছে 6.9-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে। Redmi 15 5G স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

Redmi 15 5G ফোনটিতে Wet Touch 2.0 টেকনোলজি যোগ করা। যার ফলে Redmi 15 5G ফোনটি ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর। Redmi 15 5G ফোনটি Android 15 বেসড HyperOS 2.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Redmi 15 5G এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

ক্যামেরাতে থাকবে 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ। Redmi 15 5G ফোনটিতে AI বেসড Dynamic Shots, AI Eraser এবং AI Sky Enhancement এর মতো আরো অন্যান্য নতুন উল্লেখযোগ্য ফিচার দেওয়া রয়েছে।

Redmi 15 5G ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা 8MP। Redmi 15 5G ফোনটিতে ফোনটিতে 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Redmi 15 5G ফোনটিতে মিউজিক ও ভিডিও এক্সপেরিয়েন্সের জন্য Redmi 15 5G ফোনে Hi-Res Audio এবং Dolby Atmos সাপোর্ট। Redmi 15 5G ফোনটিতে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে। Redmi 15 5G ফোনটিতে 5G নেটওয়ার্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top