এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৫

প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই কেমন আসো। আশাকরি, নিশ্চয়ই ভালো আছ। তোমরা অনেকেই এসএসসি পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমাদের ভাগ্যক্রমে তোমাদের এসএসসি রেজাল্ট এফ এসেছে, সেই কারণে তোমরা এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম আজ তোমাদের দেখিয়ে দেব।

আজকের এই আর্টিকেলে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার সহজ নিয়ম সম্পর্কে জানতে পারবে। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, বোর্ড  চ্যালেঞ্জ কি, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে তোমাদের মনে এসব প্রশ্ন থেকে থাকে, তাই আজকের এই আর্টিকেলে তোমরা সকল উত্তর জেনে যাবে।

SSC Result Board Challenge
SSC Result Board Challenge

চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আর্টিকেলের মূল বিষয়, আজকের আর্টিকেলের মূল বিষয় হলো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৫

তোমাদের মধ্যে যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট এফ এসেছে, যাদের, এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে বা কোন সমস্যার কারণে মনে হচ্ছে এই সাবজেক্ট এ প্লাস হওয়ার কথা ছিল বা অনেকেই এই সাবজেক্টের প্রতি অনেক আত্মবিশ্বাস ছিল সে এ প্লাস পাবে । কিন্তু, প্লাস পাননি। তোমাদের মধ্য যদি, কনফিডেন্স থেকে থাকে তাহলে, তোমরা অতি সহজে এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ২০২৫ করতে পারবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫

এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই ইং ২০২৫ তারিখে এসএসসি ফলাফল প্রকাশ করা হয়। কোন ছাত্রছাত্রীর যদি এসএসসি ফলাফল ভালো না হয়ে থাকে বা কোন পত্রের ফলাফলের সন্তুষ্ট জনক না হলে অনেকেই এই বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন। এসএসসি রেজাল্ট সন্তুষ্টজনক না হলে, বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এছাড়াও অনেক শিক্ষার্থীর ১টি বা দুইটি সাবজেক্ট ফেল করছে। আর, দেখা যায় বাকি সব সাবজেক্ট গুলোই ভালো রেজাল্ট করেছে। সে ক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার তারিখ:

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু সময়, –/–/২০২৫

এস এস সি বোর্ড চ্যালেঞ্জ আবাদেন শেষ সময়, –/–/২০২৫

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফি কত?

যাদের এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ এসেছে শুধু তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনের সময়সীমা দেওয়া থাকে প্রায় ১ সপ্তাহ। আমরা তোমাদের সুবিধার্থে জন্য উপরে তারিখ মেনশন করে দিয়ে দেব। তোমাদের কিন্তু এই সময়ের ভিতরে মধ্যই আবেদন করতে হবে।

তোমাদের যে যার সাবজেক্ট খারাপ এসেছে সে সাবজেক্ট অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করবে এবং সেই প্রতিটি উত্তরপত্র কিন্তু তারা আবার পুনরায় পরীক্ষা বা যাচাই বাছাই করার জন্য আবেদন ফি বাবাদ তোমাদের কাছ থেকে ৳১২৫ টাকা চার্জ করে থাকে।

এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম SSC বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার ফি তোমাদের অবশ্যই টেলিটক প্রি-পেইড সিম দিয়ে মোবাইলের মেসেজের মাধ্যমে পাঠাতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বা বাংলাদেশ শিক্ষা বোর্ড জানিয়েছে, কোন ম্যানুয়াল আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না।

বি:দ্র: – তোমাদের অবশ্যই একই সাবজেক্ট এর দুটি পত্র থাকলে কিন্তু উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম (সকল বোর্ড)

এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমরা এসএসসি পরীক্ষা ২০২৫-এর পুন:নিরীক্ষণ সংক্রান্ত নোটিশ থেকে জানতে পেরেছি যে, তোমরা কিভাবে এসএসসি বোর্ড এর সাবজেক্ট এর ফলাফল পুন:নিরীক্ষণ করতে পারবেন। তোমাদের জন্য আমরা আবারো বলছি একটু ভালো করে শুনে নিও, শুধুমাত্র সরকারি সিম যেমন, টেলিটক প্রি-পেইড সিম কার্ড থেকে পুনরায় নাম্বার বা খাতা চেক এর আবেদন করতে হবে। তোমরা যদি কোন এসএসসি শিক্ষার্থী বন্ধুরা অন্য কোন সিম কার্ড এর মাধ্যমে আবেদন করে থাকো তাহলে সেটা গ্রান্টেড হবে না। তোমাদের সুবিধার জন্য নিচে বোর্ড চ্যালেঞ্জ এসএমএস পদ্ধতি নিচে ইমেজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি।

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ একটি এফ সাবজেক্ট এবং খারাপ সাবজেক্ট এর জন্য যে কোন বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, যেকোনো সচল মোবাইল দিয়ে এবং সরকারি সিম টেলিটক প্রি-পেইড সিম কার্ড থেকে মোবাইলের এসএমএস অপশানের মাধ্যমে প্রথমে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC এরপর, স্পেস দিয়ে তোমরা যে যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো যেমন, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রংপুর বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড নিজ নিজ বোর্ডের প্রথম তিনটি বড় হাতের ইংরেজি অক্ষর তোমাকে লিখতে হবে। এরপর, স্পেস দিয়ে রোল নং লিখতে হবে। এরপর, আবার স্পেস দিয়ে বিষয় কোর্ড লিখে, সেন্ড করবে ১৬২২২ নম্বরে মেচেজটি পাঠাতে হবে।

RSC <Space> DHA <Space> 012365 (রোল নং) <Space> 109 (সাবজেক্ট কোড) ‍পাঠাতে হবে, 16222 নম্বরে।

উদাহরণ: RSC DHA 012456 109 sent to 16222

তোমরা প্রথম মেচেজ পাঠানোর পর, ২য় মেচেজ এ PIN পাঠানোর মাধ্যমে কনফার্ম করা হবে। এবার, তোমাদের কাছ থেকে ৳১২৫ টাকা কেটে নিবে। তবে, তার আগে তোমাদের অবশ্যই দ্বিতীয় মেচেজটি পাঠাতে হবে। ২য় এসএমএসটি পাঠানোর পদ্ধতি নিচে উদাহরণ সহ দেওয়া হল।

এক্সাম্পল: RSC<Space>Yes<Space>PIN<Space>Contact Number (যেকোন মোবাইল অপারেটর) লিখুন এবং 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: RSC Yes 01245 019******** ‍sent to 16222

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাধিক সাজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ তোমাদের যদি, এক বা দুই ও তিনটি সাবজেক্ট এর জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চা চাও। তাহলে, তোমরা নিচের এসএমএস পদ্ধতির মাধ্যামে করতে হবে। আর, হ্যাঁ, এবার ও তোমাকে কিন্তু সরকারি টেলিটক প্রি-পেইড সিম কার্ড থেকে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে এসএমএস এর মাধ্যমে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ করতে হবে।

যেমন, তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বা এসএমএসের অপশনে গিয়ে টাইপ করবে, RSC এরপর, স্পেস দিয়ে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ইংরেজি নিজ নিজ বোর্ডের প্রথম তিনটি বড় হাতের ইংরেজি অক্ষর লিখতে হবে। এরপর, স্পেস দিয়ে রোল নং লিখতে হবে। এরপর, আবার স্পেস দিয়ে বিষয় কোর্ড গুলো কমা দিয়ে লিখতে হবে। এরপর, ১৬২২২ নম্বরে মেচেজটি তোমাকে অবশ্যই পাঠাতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য নিচে আমরা এসএমএস পদ্ধতি শেয়ার করে দিলাম।

RSC<Space>DHA<Space>Roll Number<Space>101,102,107 লিখুন এবং 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: RSC DHA 01234 101, 102, 107,108 sent to 16222.

বি:দ্র:- এরপর, উপরের ২য় এসএমএস এর মত করে, আবার এসএমএস পাঠাতে হবে। আর, তোমরা অবশ্যই সাবজেক্ট হিসাব করে কিন্তু সরকারি টেলিটক সিমে টাকা রিচার্জ করবে। আর, দুটি মেচেজ পাঠানোর জন্য হয়ত তোমাদের কাছ থেকে অতিরিক্ত ৫ টাকা চার্জ কাটবে।

এসএসসি সাবজেক্ট লিস্ট ও বিষয় কোড

তোমাদের সুবিধার জন্য আমরা প্রতিটা শিক্ষা বোর্ডের বা বিভাগের সাবজেক্ট কোড শেয়ার করছি। বিশেষ করে, তোমাদের আবার বিষয় কোড খুঁজতে হবে না। তোমরা এসএসসির প্রতিটা সাজেক্ট কোড তোমাদের ২০২৫ সালের এসএসসি রুটিন এ পেয়ে যাবে। তোমরা যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, সে বিষয়ের কোড তোমাদের প্রশ্নে দেওয়া আছে, তোমরা তো জানোই কোন সাবজেক্টে তোমরা এসএসসি ফলাফল খারাপ করেছ সেই কোড অনুযায়ী তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশাকরি, তোমাদের আর কোন ওয়েবসাইট বা পরীক্ষার প্রশ্নপত্র খুঁজে বিষয় কোড খুঁজে বেড়াতে হবে না। তোমাদের জন্য “বিডি ফর ওয়েবসাইট” সব থেকে সেরা সুযোগ সুবিধা ও বিস্তারিত লেখার জন্য চেষ্টা করে। আমাদের Bdfor.com ওয়েবসাইট তোমরা ফলো করবে এখানে শিক্ষা বিষয়ে সকল টিপস এন্ড ট্রিকস শেয়ার করা হয়।

আমাদের কথা,

এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম তোমরা অতি সহজে এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ আবেদন করতে পারবেন। তোমাদের যদি, কোন কিছু বুঝতে বা শিখতে অসুবিধে হয়। তাহলে, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top